শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

বিসিএস পরীক্ষা দেওয়া হলো না পিংকি রানীর

প্রতিদিন ডেস্ক

বিসিএস পরীক্ষা দেওয়া হলো না পিংকি রানীর

ময়মনসিংহে বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় গতকাল সকালে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় প্রাণ গেল তরুণীর। এ ছাড়া বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ময়মনসিংহ : সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের চুরখাই এলাকায় দুর্ঘটনায় নিহত পিংকি রানী (২৫) গাজীপুর সদরের মির্জাপুর ইউপির তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণের মেয়ে। পিংকির ভাই নিতাই চন্দ্র বলেন, ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র ছিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। সকালে ভালুকায় নানাবাড়ি থেকে বাবার সঙ্গে পিংকি মোটরসাইকেলে আনন্দমোহন কলেজের উদ্দেশে রওনা হন। চুরখাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিংকি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ সময় ময়মনসিংহগামী একটি বাস চাপায় আহত হন পিংকি। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বরিশাল : বৃহস্পতিবার রাতে নগরীর বান্দ রোডের শেরেবাংলা মেডিকেলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা গোপাল (২৪) ও দিলীপ সাহার ছেলে অন্তুর সাহা হৃদয় (২৩)। এদের মধ্যে সুদীপ্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের  স্নাতক বর্ষ এবং অন্তুর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর