নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতান সেতুর আন্ডারপাস সড়কটিতে নালা কিংবা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই প্রবেশপথেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সড়ক বছরের অধিকাংশ সময় কাদা আর ঘোলা পানিতে একাকার হয়ে থাকে। এভাবে ২২ বছর ধরে জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি। এমন অভিযোগ এলাকাবাসীর। ফলে আন্ডারপাস সড়ক এখন নড়াইলবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, নিরাপদ ও সহজ যাতায়াতের লক্ষ্যে ২০০০ সালে নড়াইল শহরতলিতে মাছিমদিয়া-আউড়িয়া পয়েন্টে চিত্রা নদীর ওপর ১১৫.২৮ মিটার দৈর্ঘের এস এম সুলতান সেতু নির্মিত হয়। ওই সেতু পার হয়ে পূর্ব-দক্ষিণ পাশ দিয়ে সহজে, স্বল্প সময়ে এবং অল্প দূরত্বে নড়াইল শহরে প্রবেশ করার লক্ষ্যে সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে সংযোগ সড়কের নিচ দিয়ে আন্ডারপাস সড়ক নির্মাণ করা হয়। কিন্তু সেই থেকে আন্ডারপাসে পানি জমে থাকে। সেতু নির্মাণের দুই দশক পেরিয়ে গেলেও দীর্ঘদিনেও আন্ডারপাস সড়কের পানি নিষ্কাশনের জন্য কোনো নালা নির্মাণ করা হয়নি। ফলে বৃষ্টি হলেই চারদিকের উঁচু স্থানের বৃষ্টির পানি গড়িয়ে আন্ডারপাস সড়কে জমে থাকছে। প্রতি বৃষ্টিতেই পানি জমে সড়কের পিচ ও খোয়া উঠে ওই অংশ নষ্ট হয়ে গেছে। পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই আন্ডারপাস সড়ক দিয়ে প্রতিদিন সদর উপজেলার আউড়িয়া, ভদ্রবিলা, বাঁশগ্রাম ইউনিয়ন ও কালিয়া উপজেলার অধিকাংশ মানুষ এবং পৌর শহরের পূর্বাংশসহ বিভিন্ন স্থানের হাজার হাজার মানুষ এই আন্ডারপাস দিয়ে নড়াইল শহরে যাতায়াত করেন। ভিক্টোরিয়া কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং প্রাচীন বাণিজ্য কেন্দ্র রূপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পৌঁছাতে হয় ওই আন্ডারপাস সড়ক দিয়ে। কিন্তু গুরুত্বপূর্ণ ওই স্থানে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। ফলে সড়কটির এ অংশে জলাবদ্ধতা আর ভাঙা থাকার কারণে ঝুঁকি নিয়ে শহরে প্রবেশ ও প্রস্থান করতে হয়। দীর্ঘদিন থেকে পৌর শহরের এ সড়কে দুর্ভোগ পোহাতে হলেও বিষয়টি স্থায়ীভাবে সমাধানে কোনো উদ্যোগ নেই। ফলে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন দেখা যায়, আন্ডারপাস সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে আছে। সড়কের ওপর দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সংস্কার না হওয়ায় রয়েছে খানাখন্দক। ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছে যানবাহনের যাত্রীরা। সড়কটিতে পানি জমে থাকার কারণে পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। পথচারী ও যাত্রীরা সড়কটির স্থায়ী সংস্কার চান। ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো. মতিউর রহমান বলেন, আন্ডারপাস নির্মাণ বাস্তবে কাজে আসেনি। বেড়েছে ভোগান্তি।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
সুলতান সেতুর আন্ডারপাস সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা!
সাজ্জাদ হোসেন, নড়াইল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম