শিরোনাম
শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

স্বর্ণশিল্পীদের জন্য প্রশিক্ষণ ও ডিজাইন ইনস্টিটিউট করা হবে

ভোলায় বাজুসের মতবিনিময় সভায় ডা. দিলীপ কুমার

ভোলা প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আগামী দিনে স্বর্ণশিল্প আরও সমৃদ্ধ হবে। অচিরেই স্বর্ণশিল্পীদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং অলঙ্কার প্রস্তুতের জন্য একটি ডিজাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। বাজুস ভোলা জেলা শাখার মতবিনিময় সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এ কথা বলেন। তিনি বলেন, সায়েম সোবহান আনভীর দায়িত্ব নেওয়ার পর সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সাড়া জেগেছে। আশার সঞ্চার হয়েছে। আগে সারা দেশে যেখানে বাজুসের সদস্য সংখ্যা ছিল ৮ থেকে ৯  হাজার। মাত্র ছয় মাসে সেখানে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার। ভোলা শহরের তৃষ্ণা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে গতকাল বাজুস ভোলা জেলা শাখার মতবিনিময় সভা-২০২২ অনুষ্ঠিত হয়। ভোলার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সহসভাপতি আনোয়ার হোসেন, সহসম্পাদক জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ। অবিনাশ নন্দির উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন গোপীনাথ পোদ্দার, সুমন প্রতাপ সিং প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বর্ণ নীতিমালা করে দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা। পাশাপাশি সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মন্ত্রী থাকাকালীন এ স্বর্ণনীতিমালা বাস্তবায়ন হওয়ায় তাকেও ধন্যবাদ জানানো হয়।

সর্বশেষ খবর