রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

বাগাতিপাড়াকে ভূমিহীন গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা

নাটোর প্রতিনিধি

মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়াকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে গতকাল শতভাগ পুনর্বাসন উপলক্ষে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। বাগাতিপাড়ার ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাগাতিপাড়ায় ৩৮৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ বাড়ি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর