নেত্রকোনা-আটপাড়া ১৪ কিলোমিটার সড়ক কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ইসলামপুর-আটপাড়া-শুনই বাইপাস সড়কটি অবহেলিত পড়ে আছে। এর মাঝে বন্যার কারণে এটি চরমভাবে বিধ্বস্ত। ফলে দুর্ভোগ নিয়ে চলছে মানুষ। কোনো রোগী বহনকারী সিএনজি অটো বা রিকশা খাদে পড়ে ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে এ সড়কে মানুষ। নেত্রকোনা-মদন-অভয়পাশা সড়কে পানি উঠে যাওয়া এবং দূরত্ব বেশি থাকায় এ সড়কটি বেশি ব্যবহৃত হয়। কিন্তু গত কয়েক বছর ধরেই সড়কটিতে কোনো কাজই হয়নি বলে জানান এলাকাবাসী। ফলে দুর্ভোগে নেত্রকোনা ও আটপাড়ার মানুষ। পঞ্চাননপুর (রহ.) দুগিয়ার মানুষজনকে যেতে হয় আমতলা ইউনিয়নের সরু পথ দিয়ে। নেত্রকোনা এলজিইডি সূত্রে জানা গেছে, সদরের সাত কিলোমিটার অংশের মধ্যে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়ক গত বছরের সেপ্টেম্বরের ২০ তারিখ কার্যাদেশ দেওয়া হয়। এ বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শুরুই হয়নি। এখন আবার হয়েছে বন্যা। টেন্ডার প্রক্রিয়া হওয়ার পরও আদৌ কাজ শেষ হবে কি না জানে না সাধারণ মানুষ। তবে কী কারণে কার্যাদেশের পর ৯ মাস অতিক্রান্ত হয়েছে সে ব্যাপারে কাজটির একজন ঠিকাদার অ্যাডভোকেট মাসুদ ইয়ার চৌধুরী জানান, তাহের অ্যান্ড সন্সের কাজ এটি। আমরা কয়েকজনে মিলে করছি। মাটি কাটা এবং নির্মাণকাজের মেটারিয়েলের দাম বেড়ে গিয়েছিল। ইটভাটা পানিতে তলিয়ে আছে। এমন নানা সসমস্যা দেখিয়ে তিনি বলেন ইঞ্জিনিয়ারের সঙ্গে বসেছিলাম। পানি কমলেই কাজ শুরু হবে। এদিকে সম্প্রতি যোগদানকৃত নেত্রকোনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম সেখ জানলেন, এ অঞ্চলের জন্য টেকসই উন্নত সড়ক প্রয়োজন। কারণ অন্যান্য এলাকার চেয়ে এখানে বৃষ্টিপাত বেশি হয়। এ সড়কটি হয়তো তখন ভালো থাকায় প্রকল্প দেয়নি। ফলে আরও বেশি নষ্ট হয়ে পড়েছে। এখন যেটুকু দেওয়া হয়েছে চার কিলোমিটার সেটি সময় চলে গেলেও বাকি থাকা পাঁচ মাসের মধ্যে বৃষ্টি কমলেই কাজ ধরতে বলব। তবে এতদিনেও কেন কাজ ধরেনি ঠিকাদার এ বিষয়ে তিনিও খোঁজ নেবেন বলে জানান। তিনি আরও বলেন, হাওরের এ সড়কগুলোকে টেকসই প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যায়, জেলায় ৫ হাজার ৮৫৩ কিলোমিটার সড়কের ৪ হাজার ২২৬ কিলোমিটার এখনো কাঁচা সড়ক রয়েছে।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
মরণফাঁদ নেত্রকোনা আটপাড়া সড়ক
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর