শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিসিক-২ এর জন্য সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিল হরিণায় ১৬০০ বিঘা তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন স্থানীয়রা। রামনগর হাতিপোত্তার মোড় থেকে সতীঘাটা থৈতলা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কালীপুর, রামনগর, ভাটপাড়া ও তোলা গোলদারপাড়ার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. আফজাল হোসেন, ডাক্তার আবদুল আজিজ, তোরাপ আলী, অ্যাডভোকেট আবুল কায়েস প্রমুখ। বক্তারা বলেন, বিসিক-২ এর তিন ফসলি ১৬০০ বিঘা জমি অধিগ্রহণ করা হলে প্রায় দেড় হাজার মানুষ ভূমিহীন ও কর্মহীন হয়ে পড়বেন। অধিগ্রহণের বাইরে থাকা আবাদি জমি ও চারপাশের গ্রামে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে। অবিলম্বে হরিণার বিলের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

সর্বশেষ খবর