মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

খুনিরা পূর্ব পরিচিত

নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি

খুনিরা পূর্ব পরিচিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও আট বছরের শিশু ছেলে কাজী তালহাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাকে বটি দিয়ে একটি ও ছেলেকে পর পর তিনটি আঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর বাসার কলাপসিবল গেটের তালা অক্ষত, গেট খোলা ও আলমারিতে চাবি লাগানো থাকায় পূর্ব পরিচিত কেউ হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ জন্য সম্পত্তি, পাওনা টাকা ও পরকীয়ার জেরে হত্যাকাণ্ড সন্দেহ করে তদন্ত করছে সিআইডি। এর মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে পুলিশ। চিহ্নিত করা হয়েছে রক্তমাখা পায়ের ছাপ। বিভিন্ন প্রমাণাদি অক্ষত রাখতে পুলিশ বাড়িটি কর্ডন করে রেখেছে। এ ছাড়া হত্যাকা টি রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে ঘটেছে বলে পুলিশ ধারণা করেছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি, পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) একটি দল। গোয়েন্দা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে যে, আধাপাকা বাড়ির বারান্দায় কলাপসিবল গেট। ভিতরে তিনটি রুম, রান্নাঘর ও বাথরুম। গেট দিয়ে প্রবেশ করতেই বাম পাশের রুমের মেঝেতে মা রাজিয়া সুলতানা কাকলির লাশ পড়ে আছে। আর পাশের রুমের বিছানায় ছেলে তালহার লাশ। দুই রুমের মেঝেতে ও বারান্দায় রক্তে ভেজা জুতার একাধিক ছাপ। হত্যাকাণ্ডের আলামত নষ্ট হতে পারে সে জন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। জান্নাতুলের স্বামী সৌদি প্রবাসী। তাছাড়া একটু দূরে বড় ভাসুরসহ অন্য স্বজনদের ঘর। রাজিয়ার বড় ভাসুর কাজী সাইফউল্লাহ বলেন, রাজিয়ার ঘরের ভিতরে রান্না ঘর ও বাথরুম হওয়ায় বাইরে বের হতে হতো না। তাছাড়া পর্দা করত। আমাদের সঙ্গেই আড়াল থেকে কথা বলত। স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে একাই বসবাস করছে। ওর মা-বোন মাঝে মাঝে আসে। তাছাড়া বাইরের কাউকে কখনো দেখিনি। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। কে করেছে বলতে পারছি না।’ রাজিয়ার ছোট বোন ফারজানা সুলতানা বলেন, ‘আমার বোন রাজিয়া  ও ভাগ্নে তালহা একই রুমে ঘুমায়। কিন্তু সকালে এসে দেখি দুজনের লাশ দুই রুমে। আমার বোনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কে এমন করল কিছুই বলতে পারছি না।’

রাজিয়া কীভাবে সংসার চলত? জাবাবে বোন আরও বলেন, ‘দুলাভাই দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। তিন বছর আগে ব্রেইনস্টোক করে অসুস্থ অবস্থায় দেশে ফিরে বিছানায় শুয়েছিলেন। চলাফেরা করতেন না। প্রায় দুই বছর হয় তিনি মারা যান। স্বামীর ২০ থেকে ২৫ শতাংশ জমি ও বাড়ির ৬ থেকে ৭ শতাংশ জমি তার নামে। এর মধ্যে একটি জমি বিক্রির ১ লাখ ৯০ হাজার টাকা প্রতিবেশী কামাল নামে এক ব্যক্তিকে ঋণ দেয়। এর বিনিময়ে কামাল প্রতি মাসে ৩ হাজার টাকা দিত। সেই টাকা ও টেইলার্সের কিছু কাজ করে আয় দিয়ে চলত।’ তিনি বলেন, ‘তিন বছর হয়েছে টাকা ঋণ দিয়েছে। কিন্তু কামাল প্রতি মাসে ঠিকমতো টাকা দিত না। এ জন্য বোনকে বলেছিলাম টাকাটা কামালের কাছ থেকে তুলে সঞ্চয়পত্র কিনে রাখতে। এ ঘটনার পর কামালকে এখানে আসতে দেখিনি। এখনো কারও ওপর অভিযোগ দিতে পারছি না।’ রাজিয়ার বড় বোন শাহীন সুলতানা বলেন, ‘আলমারি খোলা থাকলেও এর থেকে স্বর্ণের চেন ও দলিলপত্র পাওয়া গেছে। নগদ টাকা ছিল কি না জানি না।’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, একটি ঘরে মা ও ছেলের লাশ পড়ে আছে। আমরা এসে দেখি ঘরের দরজা খোলা। এক রুমে মায়ের গলা কাটা লাশ ও পাশের রুমে ছেলের গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। এ ঘরে মা-ছেলে একাই বসবাস করত। রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা বটি দিয়ে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। মাকে একটি ও ছেলেকে পরপর তিনটি আঘাত করে। তাছাড়া মায়ের মাথায় আঘাতের চিহ্ন আছে কিন্তু ছেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত নিয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, আমরা ছায়াতদন্ত করছি। আলামত হিসেবে ইস্ত্রি, বটি, তালা, রক্ত ইত্যাদি সংগ্রহ করা হয়েছে।’ প্রসঙ্গত ৩ জুলাই রবিবার ভোরে আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী পশ্চিমপাড়া নিজ ঘর থেকে মা কাকলী ও আট বছরের শিশু তালহার গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। খুন হওয়া  রাজিয়া সুলতানা কাকলী মৃত আওয়াল নবীর স্ত্রী ও তাঁর ছেলে তালহা (৮) আড়াইহাজার মনোহরদী মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর