বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গার্ড অব অনার প্রদান ছাড়াই বীর মুক্তিযোদ্ধা শেখ সাঈদ আহমেদের লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে গতকাল তার লাশ দাফন করা হয়। শেখ সাঈদ আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন (অব.) আবদুল মালেক বলেন, মেহেরপুরে ১১৮ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করা হয়েছে। তার মধ্যে শেখ সাঈদও আছেন। কিন্তু তাকে তালিকা থেকে এখনো বাদ দেওয়া হননি। যেহেতু বাতিল করা হয়নি সে হিসেবে তার গার্ড অব অনার প্রাপ্য ছিল। জেলা বা উপজেলা প্রশাসন এটা না করলে দায়ভার তাদের নিতে হবে। মেহেরপুর সদর থানার ওসি মেছবাহ উদ্দিন আহমেদ বলেন, গার্ড অব অনার প্রদানের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে কেউ না আসায় পুলিশ বেশ কিছুক্ষণ অপেক্ষায় থেকে গার্ড অব অনার প্রদান না করে চলে এসেছে। মেহেরপুর জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একাধিক ফোন করলেও তারা রিসিভ করেননি।

সর্বশেষ খবর