মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

হাজতির কাছ থেকে ইয়াবা ও মোবাইল জব্দ

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক হাজতির কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঢাকা জজ কোর্টে মামলার হাজিরা দিয়ে ফেরার পর কাশিমপুর কারাগারে প্রবেশ করার সময় কারা ফটকে তার দেহ তল্লাশিকালে এসব জব্দ করা হয়। গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। কারাগারের ওই কর্মকর্তা জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাজতি বুলবুল ইসলামকে একটি মামলায় হাজিরা দিতে রবিবার সকালে ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে কারাগারে প্রবেশ করানোর সময় কারা ফটকে অন্য আসামিসহ বুলবুলেরও দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার পরনের লুঙ্গি থেকে লুকিয়ে রাখা ২৫ পিস ইয়াবা টেবলেট, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা কর্তৃপক্ষ। জেল কোড অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  তিনি আরও জানান, ঢাকার দারুসসালাম থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের পর বুলবুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে ২০১৫ সালের ১৫ জুলাই স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে ওই থানায় দুটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর