সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

ফরিদপুরে ডিবি পুলিশের হাতে অবৈধ অস্ত্রসহ আটক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঈশান গোপালপুরবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  মানববন্ধনে বক্তারা বলেন, শহিদুল ইসলাম মজনু ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি হাজারো নিরীহ মানুষকে নানাভাবে নির্যাতন করেন। তার অত্যাচার নির্যাতনের হাত থেকে রেহাই পাননি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মসূচির টাকা আত্মসাৎ করেন। মানববন্ধনে সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের নির্যাতিত ও ভুক্তভোগী শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গত শুক্রবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অবৈধ একটি বিদেশি পিস্তলসহ শহিদুল ইসলাম মজনুকে আটক করে। এ সময় সোহেল হোসেন নামে এক সহযোগীকেও আটক করা হয়। পুলিশ জানায়, ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।

 

সর্বশেষ খবর