ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এ মহাসড়কের পাশে মালিগ্রাম বাজার। এ বাজার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে দুদিন এখানে হাট বসে। এছাড়া প্রতিদিন দুবেলা বাজার বসে। এ বাজারে চার শতাধিক দোকান রয়েছে। এ বাজারের সঙ্গেই আবদুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চান্দ্রা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এ বাজারের ভিতরে চান্দ্রা ইউনিয়ন পরিষদের কার্যালয়, অগ্রণী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের শাখা রয়েছে। এ বাজার হয়েই ভাঙ্গার কাউলিবেড়া, আজিমনগর, নাসিরাবাদ ইউনিয়নে মানুষ যাতায়াত করে। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে এ বাজারের গুরুত্ব বেড়েছে অনেকগুণ। আর মহাসড়কের সঙ্গেই এ বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলে আবর্জনার ভাগাড় গড়ে তোলা হয়েছে। আর ময়লা আবর্জনার পাশ দিয়েই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জানান, এ ময়লা আবর্জনার সামনে দিয়ে সারা বছর বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। অনেক সময় আবর্জনা থেকে উৎকট গন্ধ বের হয়। এ বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, এ আবর্জনা স্তূপের কয়েক গজের মধ্যে দুটি বিদ্যালয়। দিনের পর দিন বাজারের ময়লা আবর্জনা এখানে জমা হচ্ছ। কিন্তু দেখার যেন কেউ নেই। এসব আবর্জনা স্তূপের পাশেই ফার্নিচারের দোকান রয়েছে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য নিমাই ম লের। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লার পাহাড় জমছে। গন্ধে মাঝে মধ্যে আমার দোকানে বসা যায় না। এ আবর্জনা অপসারণ করা জরুরি। অটোচালক শহিদুল (৪০) বলেন, এ ময়লার গন্ধে মাঝে মধ্যে আমরা টিকতে পারি না। আমরা গরিব হওয়ায় প্রতিবাদ করার অধিকার নেই। মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাজারের সব প্রকারের আবর্জনা ওই খানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের বলেও কোনো লাভ হচ্ছে না। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্যা বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা ফেলানোর কারণে পথচারিদের ভোগান্তির শেষ নেই। উপজেলা প্রশাসনকে বলে ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নেব অচিরেই। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, সরেজমিনে দেখে শিগগিরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মহাসড়কে আবর্জনার ভাগাড়
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৪ ঘণ্টা আগে | জাতীয়