ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এ মহাসড়কের পাশে মালিগ্রাম বাজার। এ বাজার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে দুদিন এখানে হাট বসে। এছাড়া প্রতিদিন দুবেলা বাজার বসে। এ বাজারে চার শতাধিক দোকান রয়েছে। এ বাজারের সঙ্গেই আবদুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চান্দ্রা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এ বাজারের ভিতরে চান্দ্রা ইউনিয়ন পরিষদের কার্যালয়, অগ্রণী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের শাখা রয়েছে। এ বাজার হয়েই ভাঙ্গার কাউলিবেড়া, আজিমনগর, নাসিরাবাদ ইউনিয়নে মানুষ যাতায়াত করে। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে এ বাজারের গুরুত্ব বেড়েছে অনেকগুণ। আর মহাসড়কের সঙ্গেই এ বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলে আবর্জনার ভাগাড় গড়ে তোলা হয়েছে। আর ময়লা আবর্জনার পাশ দিয়েই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জানান, এ ময়লা আবর্জনার সামনে দিয়ে সারা বছর বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। অনেক সময় আবর্জনা থেকে উৎকট গন্ধ বের হয়। এ বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, এ আবর্জনা স্তূপের কয়েক গজের মধ্যে দুটি বিদ্যালয়। দিনের পর দিন বাজারের ময়লা আবর্জনা এখানে জমা হচ্ছ। কিন্তু দেখার যেন কেউ নেই। এসব আবর্জনা স্তূপের পাশেই ফার্নিচারের দোকান রয়েছে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য নিমাই ম লের। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লার পাহাড় জমছে। গন্ধে মাঝে মধ্যে আমার দোকানে বসা যায় না। এ আবর্জনা অপসারণ করা জরুরি। অটোচালক শহিদুল (৪০) বলেন, এ ময়লার গন্ধে মাঝে মধ্যে আমরা টিকতে পারি না। আমরা গরিব হওয়ায় প্রতিবাদ করার অধিকার নেই। মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাজারের সব প্রকারের আবর্জনা ওই খানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের বলেও কোনো লাভ হচ্ছে না। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্যা বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা ফেলানোর কারণে পথচারিদের ভোগান্তির শেষ নেই। উপজেলা প্রশাসনকে বলে ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নেব অচিরেই। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, সরেজমিনে দেখে শিগগিরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মহাসড়কে আবর্জনার ভাগাড়
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর