ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এ মহাসড়কের পাশে মালিগ্রাম বাজার। এ বাজার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে দুদিন এখানে হাট বসে। এছাড়া প্রতিদিন দুবেলা বাজার বসে। এ বাজারে চার শতাধিক দোকান রয়েছে। এ বাজারের সঙ্গেই আবদুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চান্দ্রা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এ বাজারের ভিতরে চান্দ্রা ইউনিয়ন পরিষদের কার্যালয়, অগ্রণী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের শাখা রয়েছে। এ বাজার হয়েই ভাঙ্গার কাউলিবেড়া, আজিমনগর, নাসিরাবাদ ইউনিয়নে মানুষ যাতায়াত করে। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে এ বাজারের গুরুত্ব বেড়েছে অনেকগুণ। আর মহাসড়কের সঙ্গেই এ বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলে আবর্জনার ভাগাড় গড়ে তোলা হয়েছে। আর ময়লা আবর্জনার পাশ দিয়েই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জানান, এ ময়লা আবর্জনার সামনে দিয়ে সারা বছর বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। অনেক সময় আবর্জনা থেকে উৎকট গন্ধ বের হয়। এ বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, এ আবর্জনা স্তূপের কয়েক গজের মধ্যে দুটি বিদ্যালয়। দিনের পর দিন বাজারের ময়লা আবর্জনা এখানে জমা হচ্ছ। কিন্তু দেখার যেন কেউ নেই। এসব আবর্জনা স্তূপের পাশেই ফার্নিচারের দোকান রয়েছে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য নিমাই ম লের। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লার পাহাড় জমছে। গন্ধে মাঝে মধ্যে আমার দোকানে বসা যায় না। এ আবর্জনা অপসারণ করা জরুরি। অটোচালক শহিদুল (৪০) বলেন, এ ময়লার গন্ধে মাঝে মধ্যে আমরা টিকতে পারি না। আমরা গরিব হওয়ায় প্রতিবাদ করার অধিকার নেই। মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাজারের সব প্রকারের আবর্জনা ওই খানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের বলেও কোনো লাভ হচ্ছে না। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্যা বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা ফেলানোর কারণে পথচারিদের ভোগান্তির শেষ নেই। উপজেলা প্রশাসনকে বলে ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নেব অচিরেই। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, সরেজমিনে দেখে শিগগিরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা