ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এ মহাসড়কের পাশে মালিগ্রাম বাজার। এ বাজার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে দুদিন এখানে হাট বসে। এছাড়া প্রতিদিন দুবেলা বাজার বসে। এ বাজারে চার শতাধিক দোকান রয়েছে। এ বাজারের সঙ্গেই আবদুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চান্দ্রা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এ বাজারের ভিতরে চান্দ্রা ইউনিয়ন পরিষদের কার্যালয়, অগ্রণী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের শাখা রয়েছে। এ বাজার হয়েই ভাঙ্গার কাউলিবেড়া, আজিমনগর, নাসিরাবাদ ইউনিয়নে মানুষ যাতায়াত করে। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে এ বাজারের গুরুত্ব বেড়েছে অনেকগুণ। আর মহাসড়কের সঙ্গেই এ বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলে আবর্জনার ভাগাড় গড়ে তোলা হয়েছে। আর ময়লা আবর্জনার পাশ দিয়েই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জানান, এ ময়লা আবর্জনার সামনে দিয়ে সারা বছর বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। অনেক সময় আবর্জনা থেকে উৎকট গন্ধ বের হয়। এ বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, এ আবর্জনা স্তূপের কয়েক গজের মধ্যে দুটি বিদ্যালয়। দিনের পর দিন বাজারের ময়লা আবর্জনা এখানে জমা হচ্ছ। কিন্তু দেখার যেন কেউ নেই। এসব আবর্জনা স্তূপের পাশেই ফার্নিচারের দোকান রয়েছে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য নিমাই ম লের। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লার পাহাড় জমছে। গন্ধে মাঝে মধ্যে আমার দোকানে বসা যায় না। এ আবর্জনা অপসারণ করা জরুরি। অটোচালক শহিদুল (৪০) বলেন, এ ময়লার গন্ধে মাঝে মধ্যে আমরা টিকতে পারি না। আমরা গরিব হওয়ায় প্রতিবাদ করার অধিকার নেই। মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাজারের সব প্রকারের আবর্জনা ওই খানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের বলেও কোনো লাভ হচ্ছে না। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্যা বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা ফেলানোর কারণে পথচারিদের ভোগান্তির শেষ নেই। উপজেলা প্রশাসনকে বলে ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নেব অচিরেই। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, সরেজমিনে দেখে শিগগিরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
মহাসড়কে আবর্জনার ভাগাড়
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর