ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এ মহাসড়কের পাশে মালিগ্রাম বাজার। এ বাজার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে দুদিন এখানে হাট বসে। এছাড়া প্রতিদিন দুবেলা বাজার বসে। এ বাজারে চার শতাধিক দোকান রয়েছে। এ বাজারের সঙ্গেই আবদুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চান্দ্রা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এ বাজারের ভিতরে চান্দ্রা ইউনিয়ন পরিষদের কার্যালয়, অগ্রণী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের শাখা রয়েছে। এ বাজার হয়েই ভাঙ্গার কাউলিবেড়া, আজিমনগর, নাসিরাবাদ ইউনিয়নে মানুষ যাতায়াত করে। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে এ বাজারের গুরুত্ব বেড়েছে অনেকগুণ। আর মহাসড়কের সঙ্গেই এ বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলে আবর্জনার ভাগাড় গড়ে তোলা হয়েছে। আর ময়লা আবর্জনার পাশ দিয়েই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জানান, এ ময়লা আবর্জনার সামনে দিয়ে সারা বছর বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। অনেক সময় আবর্জনা থেকে উৎকট গন্ধ বের হয়। এ বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, এ আবর্জনা স্তূপের কয়েক গজের মধ্যে দুটি বিদ্যালয়। দিনের পর দিন বাজারের ময়লা আবর্জনা এখানে জমা হচ্ছ। কিন্তু দেখার যেন কেউ নেই। এসব আবর্জনা স্তূপের পাশেই ফার্নিচারের দোকান রয়েছে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য নিমাই ম লের। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ জায়গায় দিনের পর দিন ময়লার পাহাড় জমছে। গন্ধে মাঝে মধ্যে আমার দোকানে বসা যায় না। এ আবর্জনা অপসারণ করা জরুরি। অটোচালক শহিদুল (৪০) বলেন, এ ময়লার গন্ধে মাঝে মধ্যে আমরা টিকতে পারি না। আমরা গরিব হওয়ায় প্রতিবাদ করার অধিকার নেই। মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাজারের সব প্রকারের আবর্জনা ওই খানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের বলেও কোনো লাভ হচ্ছে না। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্যা বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা ফেলানোর কারণে পথচারিদের ভোগান্তির শেষ নেই। উপজেলা প্রশাসনকে বলে ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নেব অচিরেই। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, সরেজমিনে দেখে শিগগিরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক