মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে উজ্জীবিত : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, নীতি আদর্শে অটল অবিচল শেখ মুজিব মানুষের হৃদয়ে উজ্জীবিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশকে ঢেলে সাজাতে মনোনিবেশ করেন। বিশেষ করে তরুণদের প্রতি তার দৃষ্টি ছিল। তিনি জানতেন, মেধা ও অল্প পুঁজি খাটিয়ে তরুণরাই তাদের সৃষ্টিশীল দেশকে এগিয়ে নিতে সক্ষম। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ তিনি চেয়েছিলেন, সে দেশই হলো আজকের এ বাংলাদেশ। আমাদের বঙ্গবন্ধু প্রতিটা ক্ষেত্রে সৃজনশীল প্রতিভার অধিকারী ছিলেন। অসীম সাহসিকতার সঙ্গে পথ চলেছেন। গতকাল বিকালে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম।

সর্বশেষ খবর