বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিক্ষক হত্যায় তিনজনের ফাঁসি

ঝিনাইদহ প্রতিনিধি

শিক্ষক হত্যায় তিনজনের ফাঁসি

শৈলকুপায় স্কুলশিক্ষক খান মোহাম্মদ আলাউদ্দিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা গতকাল এ রায় দেন। ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন- শিতলী গ্রামের গোলাম কুদ্দুস খানের ছেলে রান্নু, শামছুর রহমান খান ও তার ছেলে জামাল। আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে কানু খানকে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে শৈলকুপার শিতলী গ্রামে আলাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন আসামিরা। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কিশোরগঞ্জে একজনের যাবজ্জীবন : সৎমেয়ের জামাইকে কুপিয়ে হত্যা মামলায় আবু বাক্কার (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান গতকাল এ রায় দেন। আবু বাক্কার কিশোরগঞ্জ পৌরসভার তারাপাশা এলাকার বাসিন্দা।

সর্বশেষ খবর