সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর উপহার পেল ৪০০ পরিবার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বন্যা পরবর্তী সময়ে ৪০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর দেওয়া চাল, ডাল, চিনি, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং শিশু খাবার অসহায়দের মধ্যে বিতরণ করলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বেলা ১২টায় নেত্রকোনা সাতপাই ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার প্রদানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের কাছে আবেদনের প্রেক্ষিতে পরিবারগুলোর মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৪০০টি পরিবারের মধ্যে চালসহ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এতে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ২ লিটার ভোজ্য তেল, খাওয়ার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর