রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাত বছর পর মহিলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোড়

খুলনার তৃণমূলে তৎপরতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৪ সালের ডিসেম্বরে খুলনা মহানগরী ও জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে তিন বছর মেয়াদি কমিটির মহানগরী আহ্বায়ক অ্যাডভোকেট রাবেয়া করবী ও জেলা আহ্বায়ক সেলিনা আক্তার পিয়া দীর্ঘ সাত বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি। সর্বশেষ জানুয়ারিতে মহানগরীতে অ্যাডভোকেট রাবেয়া করবী ও জেলায় সেলিনা আক্তার পিয়াকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে মহানগরী ও জেলা সম্মেলনের কথা থাকলেও পেরিয়ে গেছে প্রায় সাত মাস। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ খুলনা ইউনাইটেড ক্লাবে একই সঙ্গে মহানগরী ও জেলা মহিলা যুবলীগের সম্মেলন হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি নাজমা আখতার। জানা যায়, সম্মেলন কেন্দ্র করে তৃণমূলে মহিলা যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা দেখা যাচ্ছে। সম্মেলনস্থলের আশপাশ ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। মহানগরী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাবেয়া ওয়ালী করবী জানান, আগামী নির্বাচন কেন্দ্র করে তৃণমূলে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সম্মেলনের আয়োজন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হবে। তাঁরা পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করবেন। জানা যায়, নতুন নেতৃত্বের ক্ষেত্রে পরিচ্ছন্ন, ত্যাগী, সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতা আছে এমন নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে। নেতৃত্বের দৌড়ে আলোচনায় রয়েছেন- মহানগরীতে রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী, চিশতি মুস্তারী বানু, আফরোজা জেসমিন বীথি, শারমিন ইসলাম মিথিলা, নাছরিন ইসলাম তন্দ্রা ও নাজনীন নাহার বিউটি। জেলা কমিটিতে সেলিনা আক্তার পিয়া, জেসমিন পারভীন জলি, মনোয়ারা খাতুন শিউলী, পলাশী মজুমদারসহ আরও কয়েকজন। জেসমিন পারভীন জলি জানান, সম্মেলনে মাঠপর্যায়ের জনপ্রিয়তা দেখে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে। বিকল্প হিসেবে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নাম আহ্বান করে গ্রহণযোগ্যতা যাচাই করা হতে পারে।

 

সর্বশেষ খবর