শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রেলওয়ে মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শহরের স্টেশন রোডের বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় প্রায় ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় নির্মিত বিভিন্ন দোকান ভেঙে ফেলা হয়েছে। গতকাল দুপুরে ওই মার্কেটে অভিযান চালান রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব।

তিনি জানান, রেলওয়ের কাছ থেকে রেলওয়ে কর্মচারী কল?্যাণ ট্রাস্ট জায়গাটি লিজ নিয়েছে। রেলের নিয়মবহির্ভূত ও আইন অমান?্য করে পার্কিংয়ের স্থানে অবৈধ দোকান গড়ে তোলা হয়েছিল। সে কারণে মার্কেটের সামনে পার্কিং জোনের জন্য ১২ হাজার ৬০০ বর্গফুট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মার্কেটে আরও বেশ কিছু দোকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

সর্বশেষ খবর