সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রতারণার অভিযোগে ৩০ দিনের দন্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে রংপুরের র‌্যাব সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের সাজা দেওয়া হয়। গতকাল দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান। র‌্যাব জানায়, নগরীর মেট্রোপলিটন তাজহাট থানার ধর্মদাশ মিলনপাড়া এলাকার মো. গোলজার হোসেন প্রামাণিক (৫২) মডেল স্যাটেলাইট টাউন হাউজিং প্রকল্পের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে র‌্যাব-১৩ এর একটি দলের সহায়তায় গত শনিবার তাজহাট মোড় সংলগ্ন মো. মোফাজ্জল হোসেনের শৌখিন ভিলা বসতবাড়ির ষষ্ঠতলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ওই প্রজেক্টের অফিস কক্ষে অভিযান চালিয়ে উল্লিখিত প্রজেক্টের গঠনতন্ত্র, ব্যানার, স্থানীয় পত্রিকায় প্রজেক্টের বিজ্ঞাপন, বেতন বই, বিভিন্ন পর্যায়ের আদেশনামার কপি উদ্ধারপূর্বক মো. গোলজার হোসেন প্রামাণিককে হেফাজতে নেওয়া হয়।

 

সর্বশেষ খবর