চাঁপাইনবাবগঞ্জে এবার ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরিসহ মন্ডপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতোমধ্যে প্রতিমার অবয়ব তৈরি হলেও আগামী দুই তিন দিন পর শুরু হবে প্রতিমায় রংসহ অলংকরণের কাজ। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গা দেবীর আগমন ঘটবে এবং ১ অক্টোবর ষষ্ঠির দিন মন্ডপে দুর্গা দেবী অধিষ্ঠিত হবেন। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সঙ্গে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গাকে। আর আয়োজকদের প্রত্যাশা জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের। এবার জেলাজুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ১৪৫টি পূজামন্ডপে। যা গতবারের চেয়ে দুটি বেশি। এর মধ্যে সদরে রয়েছে ৬১টি, শিবগঞ্জে ৪১টি, গোমস্তাপুরে ২৯টি, নাচোলে ১২টি এবং ভোলাহাটে ৩টি। আজ শুক্রবার জেলা শহরের হুজরাপুর মহল্লার গুড়িপাড়া কালিমন্দির, বড় ইন্দারা মোড়ের প্রতাপ চন্দ্র দাস দেবোত্তর দুর্গা মন্দির, শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুর জোড়ামঠ দুর্গা মন্দির, ঝিলিম রোডের কৃচ্চণ ঠাকুর দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বেশির ভাগ মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর কদিন পরেই শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠবেন আপন ঐশ্বর্যে। গুড়িপাড়া কালীমন্দির কমিটির সভাপতি অপূর্ব সরকার জানান, দুর্গা প্রতিমা তৈরি করতে এবার ৬০ হাজার টাকা মজুরি নিচ্ছেন কারিগররা এবং এ প্রতিমা তৈরিতে মৃৎশিল্পী আশিষ কুমার সিনহা ও তার সঙ্গে আরও দুজন সহকারী রয়েছে। ঝংকার সংঘ আয়োজিত প্রতিমা তৈরির শিল্পী আশিষ কুমার সিনহা জানান, এবার তিনি দুটি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন, যা এরই মধ্যে শেষ হয়েছে। তবে দুই তিন দিনের মধ্যে প্রতিমায় রংয়ের কাজ শুরু করবেন তিনি। তিনি আরও জানান, প্রতি প্রতিমার আকার ও সাজসজ্জার ওপর নির্ভর করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
শিরোনাম
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
চাঁপাইয়ে ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর