চাঁপাইনবাবগঞ্জে এবার ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরিসহ মন্ডপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতোমধ্যে প্রতিমার অবয়ব তৈরি হলেও আগামী দুই তিন দিন পর শুরু হবে প্রতিমায় রংসহ অলংকরণের কাজ। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গা দেবীর আগমন ঘটবে এবং ১ অক্টোবর ষষ্ঠির দিন মন্ডপে দুর্গা দেবী অধিষ্ঠিত হবেন। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সঙ্গে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গাকে। আর আয়োজকদের প্রত্যাশা জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের। এবার জেলাজুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ১৪৫টি পূজামন্ডপে। যা গতবারের চেয়ে দুটি বেশি। এর মধ্যে সদরে রয়েছে ৬১টি, শিবগঞ্জে ৪১টি, গোমস্তাপুরে ২৯টি, নাচোলে ১২টি এবং ভোলাহাটে ৩টি। আজ শুক্রবার জেলা শহরের হুজরাপুর মহল্লার গুড়িপাড়া কালিমন্দির, বড় ইন্দারা মোড়ের প্রতাপ চন্দ্র দাস দেবোত্তর দুর্গা মন্দির, শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুর জোড়ামঠ দুর্গা মন্দির, ঝিলিম রোডের কৃচ্চণ ঠাকুর দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বেশির ভাগ মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর কদিন পরেই শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠবেন আপন ঐশ্বর্যে। গুড়িপাড়া কালীমন্দির কমিটির সভাপতি অপূর্ব সরকার জানান, দুর্গা প্রতিমা তৈরি করতে এবার ৬০ হাজার টাকা মজুরি নিচ্ছেন কারিগররা এবং এ প্রতিমা তৈরিতে মৃৎশিল্পী আশিষ কুমার সিনহা ও তার সঙ্গে আরও দুজন সহকারী রয়েছে। ঝংকার সংঘ আয়োজিত প্রতিমা তৈরির শিল্পী আশিষ কুমার সিনহা জানান, এবার তিনি দুটি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন, যা এরই মধ্যে শেষ হয়েছে। তবে দুই তিন দিনের মধ্যে প্রতিমায় রংয়ের কাজ শুরু করবেন তিনি। তিনি আরও জানান, প্রতি প্রতিমার আকার ও সাজসজ্জার ওপর নির্ভর করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
চাঁপাইয়ে ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর