চাঁপাইনবাবগঞ্জে এবার ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরিসহ মন্ডপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতোমধ্যে প্রতিমার অবয়ব তৈরি হলেও আগামী দুই তিন দিন পর শুরু হবে প্রতিমায় রংসহ অলংকরণের কাজ। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গা দেবীর আগমন ঘটবে এবং ১ অক্টোবর ষষ্ঠির দিন মন্ডপে দুর্গা দেবী অধিষ্ঠিত হবেন। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সঙ্গে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গাকে। আর আয়োজকদের প্রত্যাশা জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের। এবার জেলাজুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ১৪৫টি পূজামন্ডপে। যা গতবারের চেয়ে দুটি বেশি। এর মধ্যে সদরে রয়েছে ৬১টি, শিবগঞ্জে ৪১টি, গোমস্তাপুরে ২৯টি, নাচোলে ১২টি এবং ভোলাহাটে ৩টি। আজ শুক্রবার জেলা শহরের হুজরাপুর মহল্লার গুড়িপাড়া কালিমন্দির, বড় ইন্দারা মোড়ের প্রতাপ চন্দ্র দাস দেবোত্তর দুর্গা মন্দির, শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুর জোড়ামঠ দুর্গা মন্দির, ঝিলিম রোডের কৃচ্চণ ঠাকুর দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বেশির ভাগ মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর কদিন পরেই শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠবেন আপন ঐশ্বর্যে। গুড়িপাড়া কালীমন্দির কমিটির সভাপতি অপূর্ব সরকার জানান, দুর্গা প্রতিমা তৈরি করতে এবার ৬০ হাজার টাকা মজুরি নিচ্ছেন কারিগররা এবং এ প্রতিমা তৈরিতে মৃৎশিল্পী আশিষ কুমার সিনহা ও তার সঙ্গে আরও দুজন সহকারী রয়েছে। ঝংকার সংঘ আয়োজিত প্রতিমা তৈরির শিল্পী আশিষ কুমার সিনহা জানান, এবার তিনি দুটি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন, যা এরই মধ্যে শেষ হয়েছে। তবে দুই তিন দিনের মধ্যে প্রতিমায় রংয়ের কাজ শুরু করবেন তিনি। তিনি আরও জানান, প্রতি প্রতিমার আকার ও সাজসজ্জার ওপর নির্ভর করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
চাঁপাইয়ে ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর