চাঁপাইনবাবগঞ্জে এবার ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরিসহ মন্ডপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতোমধ্যে প্রতিমার অবয়ব তৈরি হলেও আগামী দুই তিন দিন পর শুরু হবে প্রতিমায় রংসহ অলংকরণের কাজ। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গা দেবীর আগমন ঘটবে এবং ১ অক্টোবর ষষ্ঠির দিন মন্ডপে দুর্গা দেবী অধিষ্ঠিত হবেন। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সঙ্গে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গাকে। আর আয়োজকদের প্রত্যাশা জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের। এবার জেলাজুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ১৪৫টি পূজামন্ডপে। যা গতবারের চেয়ে দুটি বেশি। এর মধ্যে সদরে রয়েছে ৬১টি, শিবগঞ্জে ৪১টি, গোমস্তাপুরে ২৯টি, নাচোলে ১২টি এবং ভোলাহাটে ৩টি। আজ শুক্রবার জেলা শহরের হুজরাপুর মহল্লার গুড়িপাড়া কালিমন্দির, বড় ইন্দারা মোড়ের প্রতাপ চন্দ্র দাস দেবোত্তর দুর্গা মন্দির, শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুর জোড়ামঠ দুর্গা মন্দির, ঝিলিম রোডের কৃচ্চণ ঠাকুর দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বেশির ভাগ মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর কদিন পরেই শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠবেন আপন ঐশ্বর্যে। গুড়িপাড়া কালীমন্দির কমিটির সভাপতি অপূর্ব সরকার জানান, দুর্গা প্রতিমা তৈরি করতে এবার ৬০ হাজার টাকা মজুরি নিচ্ছেন কারিগররা এবং এ প্রতিমা তৈরিতে মৃৎশিল্পী আশিষ কুমার সিনহা ও তার সঙ্গে আরও দুজন সহকারী রয়েছে। ঝংকার সংঘ আয়োজিত প্রতিমা তৈরির শিল্পী আশিষ কুমার সিনহা জানান, এবার তিনি দুটি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন, যা এরই মধ্যে শেষ হয়েছে। তবে দুই তিন দিনের মধ্যে প্রতিমায় রংয়ের কাজ শুরু করবেন তিনি। তিনি আরও জানান, প্রতি প্রতিমার আকার ও সাজসজ্জার ওপর নির্ভর করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
চাঁপাইয়ে ১৪৫ মন্ডপে শোভা পাবে দুর্গা প্রতিমা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর