রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এসএসসির কেন্দ্রে ফেসবুক লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোনে ফেসবুক লাইভ করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো উপজেলার ধনুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের রাকিব হাসান ও আবদুল্লাহ আল মামুন। কেন্দ্র কর্তৃপক্ষ, তদন্ত কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর কক্ষে পরীক্ষার্থী রাকিব হাসানের মোবাইল থেকে আবদুল্লাহ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে হলের দৃশ্য ফেসবুকের মাধ্যমে লাইভে ছড়িয়ে দেওয়া হয়। পরীক্ষার কক্ষে মোবাইল ফোন কীভাবে নেওয়া হলো, এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল বলেন, ‘প্রবেশমুখেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হয়। ওই দুই পরীক্ষার্থী বাইরে থেকে হয়তো মোবাইল এনেছে।’ শ্রীপুরের ইউএনও তরিকুল ইসলাম বলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।’

সর্বশেষ খবর