বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিপুল পরিমাণ সোনাসহ চারজন আটক

প্রতিদিন ডেস্ক

যশোরের বেনাপোল ও মেহেরপুর জেলা শহর থেকে বিপুল পরিমাণ সোনাসহ চারজনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। বেনাপোল সীমান্তের পুটখালি মসজিদ বাড়ি ও মালিপোতা এলাকা থেকে মঙ্গলবার রাতে ৩ কেজি ১৬০ গ্রাম ওজনের সোনার বারসহ দুজনকে আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা হলেন- বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের আশা ও নামাজ গ্রামের সোহানুর রহমান বিশাল (২৭)। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবি টহলদল। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৭৪ লাখ ৪৪ হাজার টাকা। অপরদিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, মালিপোতা এলাকায় একটি মোটরসাইকেল থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন দুই কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা। উদ্ধারকৃত সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে মেহেরপুরে ছয়টি সোনার বারসহ মাসুদ ও কানিজ ফাতিমা লিপি নামে দুজনকে আটক করেছে পুলিশ। মাসুদ নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও কানিজ ফাতিমা লিপি ঢাকা মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৫টায় মেহেরপুর শহরের প্রধান সড়কের বড়বাজর চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করে। সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জব্দ সোনার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর