শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অফিসকক্ষে অধ্যক্ষকে মারধর, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় অভিভাবকের কাছে ছাত্রের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করায় অধ্যক্ষকে অফিসকক্ষে আটকে মারধরের অভিযোগ উঠেছে। পুঠিয়ার সাধনপুর স্কুল অ্যান্ড কলেজে গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন, শিক্ষার্থী প্রথিক মাহমুদের বাবা মাসুদ রানা, মামা জাফর আলী ও তাদের সহযোগী রনি। রনিকে গ্রেফতার করেছে পুলিশ। সাধনপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ উদ্দীন বলেন, দশম শ্রেণির ছাত্র প্রথিক মাহমুদ নানা কারণে প্রতিষ্ঠানে ভাঙচুর করে। সেই সঙ্গে ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করে। এসব ঘটনা গত সোমবার তার বাবাকে জানানো হয়। বুধবার দুপুরে অভিযুক্ত তিনজন শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন। তারা কক্ষে থাকা অন্য শিক্ষকদের বাইরে যেতে বলেন। শিক্ষকরা বের হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা কক্ষের দরজা বন্ধ করে অধ্যক্ষকে মারধর শুরু করেন। চিৎকার শুনে পাশের কক্ষে থাকা শিক্ষক ও কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন। উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন শিক্ষককে তার কক্ষে মারধরের ঘটনা খুবই দুঃখজনক।

সর্বশেষ খবর