শিরোনাম
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন জিয়াউর রহমান : মীর্জা আজম

মানিকগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন জিয়া। শুধু হত্যাই করেননি, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকান্ডের বিচার যেন কোনো আদালতে না হয় সে জন্য আইন করা হয়েছিল। তারা আজ আমাদের গণতন্ত্রের কথা বলে। ২০০৪ সালে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সভাপতিই ছিলেন না, তিনি বিরোধী দলের নেতা ছিলেন। ২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে সংসদে আলোচনা করতে চেয়েছিলাম  বেগম খালেদা জিয়া আলোচনা করতে দেননি। আমরা সেদিন সংসদ বর্জন করেছিলাম। সেদিন সারা রাত সংসদ চলেছিল। খালেদা জিয়া বলেছিলেন গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়েছিলেন। তিনি আরও বলেন, এতিমদের টাকা মারার কারণে খালেদা জিয়া জেলে। তার সময় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। খালেদা জিয়া চোর আর তারেক জিয়া খুনি। ১৯৯৪ সালে মাগুরায় ভোট করেছে। সেটা ছিল মাগুরা স্টাইল নির্বাচন। আমাদের ভোট কীভাবে নিতে হবে, কীভাবে নিরপেক্ষ করতে হবে তারা আমাদের শিখাতে চায়। তারা ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন এলেই ষড়যন্ত্র শুরু হয়।

সর্বশেষ খবর