সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পোস্টারে ছেয়ে গেছে এলাকা

পার্বতীপুর পৌর নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি

আগামী ২ নভেম্বর পার্বতীপুর পৌরসভা নির্বাচন ঘিরে চলছে প্রচার-প্রচারণা। বিভিন্ন চায়ের দোকানে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকার অলি-গলি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচন। দুজন মেয়র প্রার্থী ছুটে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যে যার মতো করে ভোট চাইছেন। পথসভা হচ্ছে কোনো কোনো স্থানে। সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরা ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি। এবার পার্বতীপুর পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রার্থী পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে লড়ছেন ১৮ জন। এবার পার্বতীপুর পৌর নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতির ব্যবহার জানাতে বিভিন্ন জায়গায় প্রজেক্টরে শর্ট ফিল্ম প্রদর্শন করেছে। পার্বতীপুর পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭২ ও মহিলা ভোটার ১৬ হাজার ৯২৭ জন। সবশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতার কারণে এত দিন এ পৌরসভা নির্বাচন স্থগিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর