বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাড়ছে ডেঙ্গু রোগী। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২০ জন। ভর্তি রোগীর সবাই ঢাকা থেকে জ¦র নিয়ে এসেছেন বলে জানা গেছে। বগুড়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত জুলাই থেকে চলতি অক্টোবর পর্যন্ত বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০৯ জন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৮১, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১০, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতলে ১৪ এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চারজন। বগুড়ার সবগুলো হাসপাতালে গতকাল একদিনেই ভর্তি হয়েছে ২০ জন ডেঙ্গু রোগী। এদিকে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রবিবার সকাল থেকে তিনি এ রোগে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে বগুড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। ইউএনও বলেন, আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ জানান, ডেঙ্গু জ্বর অনেক সময় জটিল অবস্থার দিকে চলে যায়। ইউএনও মোহাম্মদ রেজাউল করিম আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ হাসপাতালে আর ১২ জন ডেঙ্গু রোগী আছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর