বগুড়া শহরের কলোনি চকফরিদ এলাকায় শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী চানকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। গতকাল সকাল সাড়ে ৯টায় হামলার পর স্থানীয়রা আহত চানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। আবদুল বারী চান (৪০) চকফরিদ এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। আবদুল বারী চান বগুড়া জজ আদালতে শিক্ষানবিস আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। এ ছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতাও ছিলেন। জমি-জমার বিরোধের কারণে এ হামলা হয়েছে। হামলাকারীরা মোটরসাইকেলে এসেছিল।