বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতে ৭২ দিন আটক থাকা ৪০ জেলে দেশে ফিরেছেন

বেনাপোল প্রতিনিধি

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় ভারতে আটক ৪০ জেলেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ৭২ দিন পর গতকাল বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠায় ভারতীয় পুুলিশ। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জেলেদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী বাগেরহাটসহ বিভিন্ন স্থানে কয়েকটি ট্রলার ডুবে যায়। জেলেরা সমুদ্রে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় প্রবেশ করে। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তাদের আটক করে। ৭২ দিন আটক থাকার পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল তাদের দেশে ফেরত আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর