শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পৃথক হত্যা-ধর্ষণ মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রতিদিন ডেস্ক

পৃথক হত্যা-ধর্ষণ মামলায় সাতজনের যাবজ্জীবন

সুনামগঞ্জের তাহিরপুরে এনজিওকর্মীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে জেলার ছাতকে অন্য একটি ধর্ষণ মামলায় এক যুবককে একই সাজা দেওয়া হয়। গতকাল দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন। এ সময় দিরাইয়ে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা একটি মামলায় বাসচালককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিয়াম মোল্লা ওরফে মাসুমকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই নম্বর আদালতের বিচারক শিয়াবুল ইসলাম গতকাল এ আদেশ দেন। এদিকে বান্দরবানের লামা উপজেলায় খুনের দায়ে মংছা চিং মারমা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূঁইয়া গতকাল এ রায় দেন।

 

সর্বশেষ খবর