শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কিটনাশক খেয়ে শিশুর মৃত্যু, বোনের অবস্থা আশঙ্কাজনক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে টিকনাশক মেশানো চাল খেয়ে আছিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই চাল খেয়ে অসুস্থ হয়েছে আছিয়ার বড় বোন আসমা (৬)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার নগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আছিয়া ও আসমা একই গ্রামের শেখ এনামুল হোসেনের মেয়ে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক আশরাফুল আলম জানান, বিকালে দুই বোন নিজেদের বাগানে কাঠ বাদাম কুড়াতে গিয়ে পড়ে থাকা ইদুর মারার জন্য টিকনাশক মেশানো চাল খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। স্বজনরা তাদের উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজন অবস্থায় আসমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মাহফুজা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই আছিয়ার মৃত্যু হয়। আসমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর