রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিপুল হত্যায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিপুল হত্যায় গ্রেফতার ৫

বগুড়া শহরের নামাজগড় মোড়ে বিলিয়ার্ড বোর্ড খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) খুনের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। গ্রেফতাররা হলেন- বগুড়া সদরের শিববাটী শাহী মসজিদ এলাকার কমল রায়ের ছেলে দীপংকর, নামাজগড় ভূষিপট্টির ফটিক হোসেনের ছেলে আরিফ, দক্ষিণ কাটনার পাড়ার মনোয়ার হোসেনের ছেলে শাকি আল মামুন, ফুলবাড়ি দক্ষিণপাড়ার মাহমুদুন নবীর ছেলে শোহাইব নবী ও শিববাটি শাহী মসজিদ এলাকার হাবিবুর রহমানের ছেলে সাহিল। বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, শুক্রবার রাতে সদর থানার নামাজগড় মতি প্লাজায় ব্রেক এন রান নামক বিলিয়ার্ড ক্লাবে বিলিয়ার্ড বোর্ড (পুল) খেলার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে বিপুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর করা হয়।

এই রকম আরও টপিক

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর