বাজারে ভালো দাম পাওয়ায় কলা চাষে ঝুঁকেছেন বগুড়া কৃষকরা। কোনো কোনো কৃষক ধানের বদলে কলা চাষ করছেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, চলতি বছর কৃষকরা কলাচাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কলার ভালো ফলন হয়েছে। সারা বছরই কলার চাষ হয়। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ১৯ টন ফলন ধরা হয়েছে। সেই হিসাবে শুধু বগুড়ায় ফলন হবে ২০ হাজার ৯০০ টন কলা। জেলায় ভালো ফলন পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। পুন্ড্রনগরখ্যাত বগুড়া জেলার মাটি বেলে-দোঁআশ হওয়ায় এ অঞ্চল কলাচাষের জন্য খুবই উপযোগী। পুরো জেলায় কলার বাম্পার ফলন হয়। এর মধ্যে শিবগঞ্জ এবং গাবতলী উপজেলা কলাচাষের জন্য বিখ্যাত। জেলার মোকামতলা কলার হাটের সুনাম রয়েছে দেশজুড়ে। বগুড়ায় বিভিন্ন ধরনের কলাচাষ হয়। এর মধ্যে অনুপম, সাগর, সবরি, বিচিকলা, চিনিচাম্পা বিখ্যাত। মহাস্থানগড় এলাকার কলাচাষি সুমন জানান, ১২-১৩ মাসের মধ্যে ফলন পাওয়া যায়। পরিপক্ব কলার কাঁদি বিক্রি করা হয়। পরিমাণ অনুযায়ী ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয় কাঁদি। সেই কাঁদি পাইকাররা বিভিন্ন হাটে বিক্রি করেন। সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের আলতাফ আলীর ছেলে ছরোয়ার হোসেন জানান, বাজারে ভালো দাম দেখে ২০ শতাংশ জমিতে কলাচাষ করেছেন। বৈশাখ মাসে তিনি তার জমিতে কলাগাছ রোপণ করেছেন। এখন তার কলাগাছে মোচা আসা শুরু করেছে। বগুড়া জেলা কৃষি অফিসের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ৪০-৫০ জাতের কলার চাষ হয়। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কলার চারা রোপণ করা হয়। আশ্বিন থেকে কার্তিক, মাঘ থেকে ফালগুন এবং চৈত্র থেকে বৈশাখ-এ তিন সময়ে কলার চারা রোপণ করা যায়। তবে আশ্বিন-কর্তিক মাসে রোপণ করা কলাগাছে বেশি ফলন পাওয়া যায়।
শিরোনাম
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
কলা চাষে ঝুঁকছেন বগুড়ার কৃষক
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর