খুলনায় ট্রেনের ধাক্কায় আবদুল আজিজ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজ শহরের আযমখান সরকারি কমার্স কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। তিনি যশোরের গদখালী নিত্যানন্দকাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। খুলনায় থেকে লেখাপড়া করতেন। পুলিশ জানায়, দুপুরে শিরোমনি হাবিব বিল্ডিংয়ের রাস্তা ধরে পশ্চিম দিকে যাচ্ছিলেন আজিজ। এ সময় বেনাপোলগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে। রেলওয়ে থানার এএসআই ভবেশ কুমার জানান, সুরাতহাল শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।