শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ওএমএসের চাল নয়ছয়

নেত্রকোনা প্রতিনিধি

ওএমএসের চাল নয়ছয়

রাতের আঁধারে ট্রাকে তোলা হচ্ছে নিম্নমানের চাল

নেত্রকোনার মদনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চলছে নয়ছয়। এ ঘটনায় গতকাল তিন সদস্যের কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও তানজিনা শাহরীন। কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানকে প্রধান করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুবিধাভোগী, উপজেলা পরিষদ ও ডিলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী গ্রামের ডিলার বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার গুদামে ৩৫৭ জন সুবিধাভোগীর চাল পাঠানো হয়। পুষ্টি মিশ্রণ ছাড়াই পোকাযুক্ত চাল সরবরাহ করে ‘এ আর খান পাঠান অটো রাইস মিল’ নামের নেত্রকোনার একটি প্রতিষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক ইউএনওকে জানালে দ্রুত ট্রাক ভর্তি করে চাল নিয়ে যান মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক। এরপর চালের ট্রাক কোথায় ছিল সে বিষয়ে সঠিক তথ্য কেউ দিতে পারেনি। ডিলারের কাছ থেকে ফেরত নেওয়া চাল পরদিন আবার পাঠানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটি প্রধান হাবিবুর রহমান বলেন, খাদ্যবান্ধন কর্মসূচির নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় আমাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক বলেন, উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ জন ডিলার রয়েছেন। এ বছরের শেষ সময়ে ডিলার ছদ্দু মিয়ার ৩৫৬ বস্তা চাল আমরা মিলারের কাছে পাঠিয়েছি। মিলাররাই চালে পুষ্টি মেশাবেন এবং ডিলারের কাছেও পাঠাবেন। সরকার বাড়তি খরচও দেবে। আমার কাছে আর কোনো দায়িত্ব নেই। ২৯ তারিখ চাল দিলে ডিলারের এখান থেকে ফোন যায় ঊর্ধŸতন কর্মকর্তার কাছে। তখন আমাকে পাঠানো হলে, আমি গিয়ে দেখি কয়েকটি বস্তায় খারাপ চাল। সঙ্গে সঙ্গে ওই চাল ট্রাকে তুলে পাঠিয়ে দিয়েছি। এ চাল মিলারের পাঠানো, মিলার বুঝবে। মিলমালিক এইচ আর খান পাঠান সাকী বলেন, গুদামের চাল এগুলো। তার মিলের না। তিনি পাঠিয়ে দিয়েছেন, পরে সেগুলো রাতে ট্রাক থেকে না নামানোয় আবার উপেজলায় নিয়ে রাখা হয়। পরদিন ওই চালই নিয়ে গেছে। ইউএনও তানজিনা শাহরীন বলেন, নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর