নেত্রকোনার মদনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চলছে নয়ছয়। এ ঘটনায় গতকাল তিন সদস্যের কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও তানজিনা শাহরীন। কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানকে প্রধান করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুবিধাভোগী, উপজেলা পরিষদ ও ডিলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী গ্রামের ডিলার বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার গুদামে ৩৫৭ জন সুবিধাভোগীর চাল পাঠানো হয়। পুষ্টি মিশ্রণ ছাড়াই পোকাযুক্ত চাল সরবরাহ করে ‘এ আর খান পাঠান অটো রাইস মিল’ নামের নেত্রকোনার একটি প্রতিষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক ইউএনওকে জানালে দ্রুত ট্রাক ভর্তি করে চাল নিয়ে যান মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক। এরপর চালের ট্রাক কোথায় ছিল সে বিষয়ে সঠিক তথ্য কেউ দিতে পারেনি। ডিলারের কাছ থেকে ফেরত নেওয়া চাল পরদিন আবার পাঠানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটি প্রধান হাবিবুর রহমান বলেন, খাদ্যবান্ধন কর্মসূচির নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় আমাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক বলেন, উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ জন ডিলার রয়েছেন। এ বছরের শেষ সময়ে ডিলার ছদ্দু মিয়ার ৩৫৬ বস্তা চাল আমরা মিলারের কাছে পাঠিয়েছি। মিলাররাই চালে পুষ্টি মেশাবেন এবং ডিলারের কাছেও পাঠাবেন। সরকার বাড়তি খরচও দেবে। আমার কাছে আর কোনো দায়িত্ব নেই। ২৯ তারিখ চাল দিলে ডিলারের এখান থেকে ফোন যায় ঊর্ধŸতন কর্মকর্তার কাছে। তখন আমাকে পাঠানো হলে, আমি গিয়ে দেখি কয়েকটি বস্তায় খারাপ চাল। সঙ্গে সঙ্গে ওই চাল ট্রাকে তুলে পাঠিয়ে দিয়েছি। এ চাল মিলারের পাঠানো, মিলার বুঝবে। মিলমালিক এইচ আর খান পাঠান সাকী বলেন, গুদামের চাল এগুলো। তার মিলের না। তিনি পাঠিয়ে দিয়েছেন, পরে সেগুলো রাতে ট্রাক থেকে না নামানোয় আবার উপেজলায় নিয়ে রাখা হয়। পরদিন ওই চালই নিয়ে গেছে। ইউএনও তানজিনা শাহরীন বলেন, নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?