নেত্রকোনার মদনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চলছে নয়ছয়। এ ঘটনায় গতকাল তিন সদস্যের কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও তানজিনা শাহরীন। কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানকে প্রধান করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুবিধাভোগী, উপজেলা পরিষদ ও ডিলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী গ্রামের ডিলার বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার গুদামে ৩৫৭ জন সুবিধাভোগীর চাল পাঠানো হয়। পুষ্টি মিশ্রণ ছাড়াই পোকাযুক্ত চাল সরবরাহ করে ‘এ আর খান পাঠান অটো রাইস মিল’ নামের নেত্রকোনার একটি প্রতিষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক ইউএনওকে জানালে দ্রুত ট্রাক ভর্তি করে চাল নিয়ে যান মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক। এরপর চালের ট্রাক কোথায় ছিল সে বিষয়ে সঠিক তথ্য কেউ দিতে পারেনি। ডিলারের কাছ থেকে ফেরত নেওয়া চাল পরদিন আবার পাঠানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটি প্রধান হাবিবুর রহমান বলেন, খাদ্যবান্ধন কর্মসূচির নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় আমাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক বলেন, উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ জন ডিলার রয়েছেন। এ বছরের শেষ সময়ে ডিলার ছদ্দু মিয়ার ৩৫৬ বস্তা চাল আমরা মিলারের কাছে পাঠিয়েছি। মিলাররাই চালে পুষ্টি মেশাবেন এবং ডিলারের কাছেও পাঠাবেন। সরকার বাড়তি খরচও দেবে। আমার কাছে আর কোনো দায়িত্ব নেই। ২৯ তারিখ চাল দিলে ডিলারের এখান থেকে ফোন যায় ঊর্ধŸতন কর্মকর্তার কাছে। তখন আমাকে পাঠানো হলে, আমি গিয়ে দেখি কয়েকটি বস্তায় খারাপ চাল। সঙ্গে সঙ্গে ওই চাল ট্রাকে তুলে পাঠিয়ে দিয়েছি। এ চাল মিলারের পাঠানো, মিলার বুঝবে। মিলমালিক এইচ আর খান পাঠান সাকী বলেন, গুদামের চাল এগুলো। তার মিলের না। তিনি পাঠিয়ে দিয়েছেন, পরে সেগুলো রাতে ট্রাক থেকে না নামানোয় আবার উপেজলায় নিয়ে রাখা হয়। পরদিন ওই চালই নিয়ে গেছে। ইউএনও তানজিনা শাহরীন বলেন, নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
ওএমএসের চাল নয়ছয়
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর