নেত্রকোনার মদনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চলছে নয়ছয়। এ ঘটনায় গতকাল তিন সদস্যের কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও তানজিনা শাহরীন। কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানকে প্রধান করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুবিধাভোগী, উপজেলা পরিষদ ও ডিলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী গ্রামের ডিলার বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার গুদামে ৩৫৭ জন সুবিধাভোগীর চাল পাঠানো হয়। পুষ্টি মিশ্রণ ছাড়াই পোকাযুক্ত চাল সরবরাহ করে ‘এ আর খান পাঠান অটো রাইস মিল’ নামের নেত্রকোনার একটি প্রতিষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক ইউএনওকে জানালে দ্রুত ট্রাক ভর্তি করে চাল নিয়ে যান মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক। এরপর চালের ট্রাক কোথায় ছিল সে বিষয়ে সঠিক তথ্য কেউ দিতে পারেনি। ডিলারের কাছ থেকে ফেরত নেওয়া চাল পরদিন আবার পাঠানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটি প্রধান হাবিবুর রহমান বলেন, খাদ্যবান্ধন কর্মসূচির নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় আমাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেক বলেন, উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ জন ডিলার রয়েছেন। এ বছরের শেষ সময়ে ডিলার ছদ্দু মিয়ার ৩৫৬ বস্তা চাল আমরা মিলারের কাছে পাঠিয়েছি। মিলাররাই চালে পুষ্টি মেশাবেন এবং ডিলারের কাছেও পাঠাবেন। সরকার বাড়তি খরচও দেবে। আমার কাছে আর কোনো দায়িত্ব নেই। ২৯ তারিখ চাল দিলে ডিলারের এখান থেকে ফোন যায় ঊর্ধŸতন কর্মকর্তার কাছে। তখন আমাকে পাঠানো হলে, আমি গিয়ে দেখি কয়েকটি বস্তায় খারাপ চাল। সঙ্গে সঙ্গে ওই চাল ট্রাকে তুলে পাঠিয়ে দিয়েছি। এ চাল মিলারের পাঠানো, মিলার বুঝবে। মিলমালিক এইচ আর খান পাঠান সাকী বলেন, গুদামের চাল এগুলো। তার মিলের না। তিনি পাঠিয়ে দিয়েছেন, পরে সেগুলো রাতে ট্রাক থেকে না নামানোয় আবার উপেজলায় নিয়ে রাখা হয়। পরদিন ওই চালই নিয়ে গেছে। ইউএনও তানজিনা শাহরীন বলেন, নিম্নমানের চাল ফেরত নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
ওএমএসের চাল নয়ছয়
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর