আড়াই বছর বন্ধ থাকার পর আবার চালু হলো কুড়িগ্রামের রাজিরপুর উপজেলার বালিয়ামারী-কালাইয়েরচর সীমান্তে বাংলাদেশ-ভারত বর্ডার হাট। ভারত-বাংলাদেশ ডিসি-ডিএম পর্যায়ে আলোচনার পর গতকাল খুলে দেওয়া হয়। প্রতি সপ্তাহে বুধ ও সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বর্ডার হাট চালু থাকবে বলে আশ্বস্ত করেছে দুই দেশ। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে আড়াই বছরেরও বেশি সময় বন্ধ রাখা হয় এ হাট। রাজিবপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে বর্ডার হাটের কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বর্ডার হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, থানার ওসি মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার উপস্থিত ছিলেন। হাটে দুই দেশের ৩৭ ধরনের পণ্য বেচাকেনা হবে বলে সিদ্ধান্ত হয়। রাজিবপুর উপজেলার বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের আমপাতি জেলার মহেন্দ্রগঞ্জ থানার কালাইরচর সীমান্তে উভয় দেশের ৭৫ মিটার করে চার বিঘা জমিতে ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে হাটটি চালু করা হয়।