শিরোনাম
শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুর প্রতিকৃতির প্রদর্শনী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রদর্শনীতে দুই শতাধিক দুর্লভ ছবি স্থান পেয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে জাতির জনকের ছাত্রজীবন, রাজনৈতিক জীবন এবং স্বাধীনতা পরবর্তী বিজয়গাথা ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। তরুণ প্রজন্মের জন্য এ প্রদর্শনী হতে পারে মহান স্বাধীনতার ইতিহাস জানতে পারা। প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মৃতি সংসদের সভাপতি মমতাজুর রহমান বাবলু জানান, সবার জন্য উন্মুক্ত শিল্পকর্মের প্রদর্শন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে।

 এর আগে গত বৃহস্পতিবার সন্ধায় বীরউত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুব রহমান স্মৃতি সংসদ আয়োজিত ও আবদুর রউফ চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শিল্পকর্মের প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মৈা. জিন্নাহ আল মামুন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।

সর্বশেষ খবর