আজ কুমিল্লার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন সমাবেশে রূপ নিতে পারে বলে জানান আয়োজকরা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক জানান, মঞ্চসহ অন্যান্য কাজ শেষ পর্যায়ে। অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ হবে। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এদিকে সম্মেলনে আগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের পদ অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, ওইদিনের সম্মেলন শুধু সম্মেলন হিসেবে থাকছে না। সম্মেলনকে সমাবেশে রূপ দিতে কাজ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এদিন ৫০ হাজার নেতা-কর্মী জড়ো করার টার্গেট তাদের। দুই দিন পর ঢাকায় বিএনপির সমাবেশ। সে নিরিখে এ সম্মেলনটির গুরুত্ব রয়েছে। সূত্র জানায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।