রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রামে গ্রামে ধান সিদ্ধ উৎসব

নেত্রকোনা প্রতিনিধি

গ্রামে গ্রামে ধান সিদ্ধ উৎসব

নেত্রকানার গ্রামাঞ্চলে চলছে ধান সিদ্ধ উৎসব। ধানের গন্ধে বিমোহিত চারপাশ। এবার রোপা আমনের বাম্পার ফলন হওয়ায় নেত্রকোনার কৃষকের মুখে হাসির ঝিলিক। নবান্ন উৎসবে মেতেছেন নানা বয়সীরা। ধানের দাম ভালো থাকায় খুশি কৃষক। নারী, পুরুষ, শিশুসহ পরিবারের সবাই এখন ব্যস্ত ঘরে ফসল তোলায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, নেত্রকোনায় এ বছর ১ লাখ ৩২ হাজার ৫৮০ হেক্টর জমি লক্ষ্যমাত্র ছিল রোপা আমন আবাদে। চাষ হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৫ হেক্টরে। সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার বেশিরভাগ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। বাকি জমিতে আমন আবাদ হয়। উঁচু এলাকার ধান কাটার পর এখন চলছে সিদ্ধ এবং শুকানোর প্রস্তুতি। গ্রামাঞ্চলের স্কুল মাঠ, সড়ক সবকিছুই যেন কৃষকের দখলে। শ্রমিকদের পাশাপাশি হারভেস্টার মেশিনের মাধ্যমে ঘরে তুলছেন ধান। পরিবারের নারীরা পাড়াপড়শিকে নিয়ে ধান শুকাচ্ছেন। চারদিকে চলছে উৎসবের আমেজ।

সর্বশেষ খবর