রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খানজাহান (রহ.) মাজারে ওরস সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি

হজরত খানজাহান (রহ.) ওফাত দিবসে বাগেরহাট শহরতলীতে তাঁর মাজার শরিফে ওরস গতকাল ফজর নামাজ শেষে আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। শুক্রবার ভোরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল বার্ষিক ওরস। প্রায় ৬০০ বছর ধরে পালিত হওয়া বার্ষিক ওরসে যোগ দিতে দেশ-বিদেশের হাজার-হাজার ভক্ত ও আশেকান এ পবিত্র স্থানে হাজির হয়েছিলেন। অনেকে এসেছিলেন হজরত খানজাহান (রহ.) মাজার শরিফে মানত পূরণ করতে। মাজার শরিফের প্রধান খাদেম শের আলী ফকির জানান, এবার করোনা মহামারির প্রকোপ কম থাকা ও পদ্মা সেতু চালু হওয়ায় ওরসে ভক্ত-আশেকানসহ লোকসমাগম আনেক বেশি হয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যতম ধর্ম প্রচারক ও সমাজ সংস্কারক হজরত খানজাহান (রহ.) ৮৬৩ হিজরি সনের বাংলা ২৫ অগ্রহায়ণ ইন্তেকাল করেন। তার খনন করা ঐতিহাসিক খানজাহান দীঘির পাড়ে তাকে সমাহিত করা হয়।

সর্বশেষ খবর