রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন নিয়ে সভা বর্জন সাঁওতালদের

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন নিয়ে সভা বর্জন সাঁওতালদের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বাস্তবায়নের জন্য পরিবেশ রক্ষা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ে মতবিনিময় সভা বয়কট করেছেন সাঁওতাল নেতারা। উপজেলা পরিষদের হলরুমে গতকাল এ সভা হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, পরিবেশ রক্ষার ওপর একটি এনজিওর মিটিংয়ের কথা বলে আমাদের সভায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়। গিয়ে দেখি মতবিনিময় সভাটি ইপিজেড বাস্তবায়নের বিষয়ে। তখন আমরা পাঁচ শতাধিক সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ প্রতিবাদ করে সভা বর্জন করি। তিনি আরও বলেন, আমাদের পূর্ব পুরুষের জমি বাগদা ফার্মে অবস্থিত। যেখানে ইপিজেড গঠনের বিরোধিতা করে আমরা আন্দোলন করে আসছি। সেখানে ইপিজেড বাস্তবায়ন বিষয়ে কোনো সভায় আমরা অংশ নিতে পারি না। মতবিনিময় সভার সভাপতি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বেপজা প্রকল্পের নির্বাহী পরিচালক আশরাফুল কবির।

সর্বশেষ খবর