রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

‘পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে দরকার সমন্বিত পদক্ষেপ’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে দরকার সমন্বিত পদক্ষেপ। পুষ্টিসমৃদ্ধ দেশ গড়তে হলে নারী, শিশু ও কৈশোরকালীন পুষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ‘কৈশোরকালীন পুষ্টি, স্বাস্থ্য ও জেন্ডার সচেতনতায় জানো, অভিজ্ঞতা ও প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা এ মতামত দেন। রংপুরের আরডিএসে গতকাল এ গোলটেবিলের আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক এস এম আবদুল মতিন লস্করের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডা. কামীম আহমেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ওয়াবায়দুর রহমান মন্ডল, রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, নীলফামারীর শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর