বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফসল রক্ষাবাঁধ নির্মাণ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষাবাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খরচার হাওরের জিরাক বাঁধে মাটি কেটে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী নির্মাণ কাজের উদ্বোধন করেন। চলতি বছর জেলার ছোট-বড় ৪৮টি হাওরে ৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, হাওরে উৎপাদিত বোরো ধান শুধু সুনামগঞ্জবাসীরই নয়, সারা দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে। হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। এ দায়িত্ব প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিদের একার নয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

হাওরের ফসল আগাম বন্যা থেকে রক্ষা জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে কৃষকদের নিয়ে বাঁধ নির্মাণ করে। এতে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। এ বছর জেলায় ২ লাখ ২২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

সর্বশেষ খবর