কুমিল্লার বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত হয়েছেন। সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের পেছনে রেললাইনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। নিহত শ্রমিকের নাম ইরাজুল ইসলাম (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
এসআই আমিরুল বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি নিহতের পরিবারকে জানানোর চেষ্টা চলছে।