কুষ্টিয়ার মিরপুরে জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের গোরস্থান মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন একই এলাকার মৃত সরুল কবিরাজের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।