পাবনা কালেকটরেট পাবলিক স্কুলে ছেলেকে ভর্তি করাতে না পেরে সহকারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে গতকাল শিক্ষক-শিক্ষার্থীরা জেলা শহরে মানববন্ধন করেছেন। অভিযুক্ত ওই অভিভাবক শহরের গোবিন্দা মহল্লার শেখ মাসুম। স্কুলটির অবস্থানও একই মহল্লায়। আহত শিক্ষক বলেন, বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক। সভাপতির অনুমতি ছাড়া এখানে ভর্তির কোনো সুযোগ নেই- তিনি ওই অভিভাবকে শুধু এ টুকই বলেছিলেন। এতে ক্ষুব্দ হয়ে শেখ মাসুম আমার পায়ে হাতুড়ি দিয়ে পেটায়। মানববন্ধন থেকে শিক্ষক আরিফুল ইসলাম বলেন, একজন শিক্ষকের ওপর হামলা মেনে নেওয়া হবে না। অবিলম্বে ওই অভিভাবককে গ্রেফতার করে আইনের আওতায় না আনা না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।