শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রাম্য আধিপত্যের প্রভাব বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনেও

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলায় চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন। এ নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য চারজন ও সংরক্ষিত মহিলা সদস্য একজন নির্বাচিত হবেন। নিয়ম অনুযায়ী প্রার্থী নিজেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। কিন্তু ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তিনটি দল রয়েছে। বিদ্যালয়ের নির্বাচনেও তিনটি প্যানেল হয়েছে। গ্রাম্য আধিপত্যের বিরোধ বিদ্যালয় নির্বাচন পর্যন্ত গড়িয়েছে। ভাঙ্গা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ রয়েছে। যে কারণে ঢাল, সড়কির লড়াই, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। আর এ আধিপত্যের বিরোধ স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় কমিটির নির্বাচনেও প্রভাব ফেলছে। গ্রাম্য দলাদলি অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের প্যানেল হচ্ছে। ফলে এসব নির্বাচনও অনেক সময় সংঘাত-সংঘর্ষে রূপ নিচ্ছে। এ নির্বাচনেও পেশিশক্তি ও কালো টাকার প্রভাব রয়েছে। যে কারণে সত্যিকার শিক্ষানুরাগী ব্যক্তিরা কমিটিতে আসতে পারছেন না। ভাঙ্গার শিক্ষাসচেতন একাধিক ব্যক্তি জানান, ভাঙ্গায় গ্রাম্য দলাদলি বেড়েছে।

সর্বশেষ খবর