রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ

মাদারীপুরে চিকিৎসকের গাফিলতিতে লাকী আক্তার নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ রোগীর স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত শুক্রবার রাতে মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত লাকী আক্তার শহরের পানিছত্র এলাকার সোহেল মোরশেদের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, লাকী আক্তারকে গলার টনসিলের অপারেশন করানোর জন্য শুক্রবার সকালে একই এলাকার কে আই হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। ওই হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান গত শুক্রবার দুপুর ২টার দিকে লাকী আক্তারের গলার টনসিলের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করে। পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগী লাকী আক্তারকে স্বজনদের কাছে না দিলে তাদের সন্দেহ হয়। পরে স্বজনরা অপারেশন থিয়েটারে প্রবেশ করলে চিকিৎসক লাকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের কথা বলে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তখন রোগীর স্বজনরা লাকী আক্তারকে মৃত অবস্থায় দেখতে পায়। এর পর পরই চিকিৎসক হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। তৎক্ষণাত নিহতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। নিহতের স্বামী সোহেল মোরশেদ বলেন, আমার স্ত্রীকে ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। আমি ঘাতক ডাক্তারের বিচার চাই। তবে হাসপাতালে গিয়ে চিকিৎসক মিজানুর রহমানকে পাওয়া যায়নি। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। জানতে চাইলে মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. মুনির আহমেদ খান বলেন, এ ঘটনায় অভিযোগ এলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

হাসপাতালের কী কী কাগজপত্র আছে সেগুলোও দেখা হবে। মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর