সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ছুটি শেষে ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

শরীয়তপুর প্রতিনিধি

ছুটি শেষে ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

জাজিরা টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

টানা তিন দিনের ছুটি শেষে ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ কারণে গতকাল বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের বেশ চাপ দেখা দিয়েছে। এতে টোল আদায়েও কিছুটা বিলম্ব হয়েছে। বিকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত জাজিরা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। জাজিরা প্রান্তের টোলপ্লাজা থেকে দক্ষিণে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।

যানজটে পড়া কয়েকজন চালক ও যাত্রী টোল আদায়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানান। সেতুর জাজিরা প্রান্ত এলাকায় এসে দীর্ঘ যানজটে আটকে ছিলেন বলে জানান তারা। পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজার ব্যবস্থাপক কামাল হোসাইন বলেন,  জাজিরা প্রান্তে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ মধ্যরাত পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ ঢাকা ফিরছেন। এজন্য জাজিরা প্রান্তে যানবাহনের সংখ্যা বেড়েছে।

সর্বশেষ খবর