সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বেনাপোল স্থলবন্দর

গেটপাস বন্ধে আটকা সহস্রাধিক ট্রাক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

গেটপাস বন্ধে আটকা সহস্রাধিক ট্রাক

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নতুন নির্দেশনার ফলে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। জাতীয় রাজস্ব বোর্ড এক আদেশে পণ্যচালানের বিপরীতে ইস্যু করা আইজিএম অনলাইন করতে হবে এমন নির্দেশনার খবরে পেট্রাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সংগঠনের নেতারা এক জরুরি সভায় আইজিএম বন্ধ করে দিলে বাংলাদেশের সঙ্গে সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ হয়ে যায়।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, গতকাল ১ জানুয়ারি দুপুরের পর থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ  রয়েছে। তবে এর আগের দিন ইস্যু করা গেটপাসের মাধ্যমে ফলমুলসহ  কিছু পণ্য আমদানি  হয়েছে। তবে নতুন করে গেটপাস ইস্যু না হওয়ায় উভয় বন্দরের প্রধান সড়কে আটকা পড়েছে প্রায় ১ হাজার পণ্যবাহী ট্রাক। কাল ২ জানুয়ারি (আজ) থেকে সব ধরনের মালামালের আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর