বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হিলিতে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

হিলির বিস্তীর্ণ সরিষা খেত -বাংলাদেশ প্রতিদিন

চাহিদা বেশি এবং ভালো দাম পাওয়ায় দিনাজপুরের হিলিতে এবার সরিষা আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। ভোজ্য তেল আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় চাহিদা মিটাতে সরিষা চাষে প্রণোদনাসহ কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। হিলির বিস্তীর্ণ এলাকায় এখন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। খরচ কম ও লাভজনক হওয়ায় পতিত জমিতে বাড়তি ফসল তুলতে সরিষা চাষাবাদে ঝুঁকেছেন কৃষক। চলতি বছর হিলিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০০ হেক্টর। আবাদ হয়েছে ২ হাজার ৪৭০ হেক্টর জমিতে। হিলির ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমন ধান কাটার পর বোরো আবাদের আগে পর্যন্ত জমি অনাবাদি পড়ে থাকে। এ ছাড়া চাষাবাদ খরচ কম হওয়ায় আমরা সরিষা চাষে ঝুঁকেছি। হিলির জালালপুর গ্রামের কৃষক বাদল মার্ডি বলেন, সরিষা সম্পূর্র্ণ উপরি ফসল। সরিষা আবাদের ফলে কৃষকের যেমন বাড়তি আয় হয়, তেমনি পরিবারের তেলের চাহিদা মেটে। আবার গরুর খাবারের খৈল পাওয়া যায়। হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, সরিষা আবাদ বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সরকারি প্রণোদনার আওতায় ২২০০ কৃষককে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

সর্বশেষ খবর