ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন নাসিরনগরের বিল আটউড়ি জলমহালের ১৩টি দাগে ৫৩৬.০৩ একর জলাশয় মৎস্যজীবী সমিতির কাছে ইজারা দিয়েছে। ইজারাদাররা চুক্তি ভঙ্গ করে কয়েকগুণ বেশি টাকা দিয়ে সাব-লিজ দিয়েছেন। শর্ত অনুযায়ী লিজ গ্রহীতা কোনোভাবেই সাব-লিজ অথবা অন্য ব্যক্তিকে ব্যবহার করতে দিতে পারবেন না। অভিযোগ রয়েছে, বিল ইজারা দেওয়া হলেও নদীর বিভিন্ন অংশ দখল নিয়ে অবৈধ ফাঁদ পেতে ইচ্ছেমতো মাছ ধরছেন তারা। এতে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন মাছ শিকার থেকে। এ ছাড়া নৌযান চলাচলের সময় মাছ ধরার জালের ক্ষতি দেখিয়ে নৌকা মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। জানা যায়, জেলা প্রশাসন গত বছরের ১৬ সেপ্টেম্বর বার্ষিক ৯ লাখ ৯৫ হাজার ৫০২ টাকা মূল্য নির্ধারণ করে বাংলা ১৪২৮ থেকে ১৪৩০ সাল পর্যন্ত বিল আটউড়ি জলমহাল ইজারা দেয় নাসিরনগর ভিটাডুবি ধীবর সমিতির কাছে। সমিতির লোকজন চুক্তি লঙ্ঘন করে ইচ্ছেমতো লঙ্গন ও ধলেশ্বরী নদী দখল করে মাছ শিকার করছেন। দুটি নদীতে যত্রতত্র ফাঁদ পেতে মাছ ধারায় বাঁধাগ্রস্ত হচ্ছে নৌ-চলাচল। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, নাসিরনগর মৌজার সাবেক ১২২২ দাগের ৯.৭ একর, নাসিরপুর মৌজার সাবেক ৬২৯ দাগের ৪.৭, ৬৬৯ দাগের ৫৭.৫৭ ও ৩৯১ দাগের ৬.৬০ একর এবং ভলাকুট মৌজার সাবেক ৩১৭৯ দাগের ৭৫.৫০ একর, ৪৭৭১ দাগের ৩২.৯৮ একর, ২৫৯৪ দাগের ২৮.০৫ একর ও ২৫৯৫ দাগের ৭৫.৫০ একরসহ নদীর অংশ দখল করা হয়েছে। স্থানীয়দের দাবি, নাসিরনগর উপজেলা সদর থেকে ভলাকুট, গোয়ালনগর ও চাতলপারের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম লঙ্গন ও ধলেশ্বরী নদী। এ দুই নদী পথ দিয়েই হাওরবেষ্টিত তিন ইউনিয়ন চাতলপাড়, ভলাকুট ও গোয়ালনরগরের ৮০ হাজার মানুষ অষ্টগ্রাম, ইটনা-মিটামইন, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, লাখাই, হবিগঞ্জ ও ভৈরব যাতায়াত করে। দখলদাররা নদীর বিভিন্ন অংশ দখল করে অবৈধভাবে মাছ শিকার করায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে নৌযান চলাচল। স্থানীয় সূত্র জানায়, নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে মাছ শিকারের জন্য শতাধিক বেড় জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইজারা দেওয়া বিল বাক-লঙ্গন ও আটউড়ির জলাশয় ছাড়াও নাসিরনগর হয়ে ভলাকুট ও চাতলপাড়ের লঙ্গন, ধলেশ্বরী নদীর সম্পূর্ণ অংশ বাঁশ দিয়ে মাছ ধরার জন্য দখল করে রেখেছে। অবৈধ দখলের বিরুদ্ধে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। ইউএনও ফখরুল ইসলাম বলেন, নদীর দখল ছাড়তে নির্দেশ দিয়েছি। অন্যথায় লিজ বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
                        - বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
- লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
বিলের ইজারা নিয়ে নদী দখল
                        
                        
                                                     মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                    টপিক
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                    
                    
                     
                         
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        