শিরোনাম
শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বনভান্তের জন্ম উৎসবে ত্রিপিটক শোভাযাত্রা

রাঙামাটি প্রতিনিধি

বনভান্তের জন্ম উৎসবে ত্রিপিটক শোভাযাত্রা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্যপুরুষ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪তম জন্ম উৎসবে ত্রিপিটক শোভাযাত্রা বের করা হয়েছে। রাঙামাটি রাজবন বিহার চত্বরে গতকাল দুপুরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক শোভাযাত্রা উদ্বোধন করেন বিহারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পরে শোভাযাত্রা রাজবন বিহার এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও রাজবন বিহারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মোটরসাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জিপ, অটোরিকশা, মাইক্রোবাসযোগে কয়েক হাজার পুণ্যার্থী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধমন্দির রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদর উপজেলার মোড়ঘোনা গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে মহাপরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। ৮ জানুয়ারি রাজবন বিহারের আনুষ্ঠানিকভাবে পালন করা হবে বনভান্তের ১০৪তম জন্ম উৎসব।

সর্বশেষ খবর